কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/২০
(পৃ. ২৪)
চলো, জলে যাই
এই কথা কেন বলো তুমি
আমি তো জলেই ছিলাম, অবাধ অগাধ জলে
তবে কেন আরও জলে নিতে চাও
ওই ক্লান্তিহীন জলের গভীরে
আর কোন্ কথা আছে বাকি এখনও জানি না
ঢেউয়ের মুদ্রাদোষে
পায়ের নীচের ডাঙা সরে সরে যায়
জাতিস্মর বালুকাবেলায়
তুমি কি দেখেছ তোমার নামের মুদ্রা
ঝলকে ঝলকে উঠে আসছে
সেই স্মৃতি বলো, আর কত জলে নেমে যাব
কেন এই অবভাস ফিরে ফিরে আসে
এই কথা কেন বলেছিলে
চলো, জলে যাই
সকাল॥ ১০-৩০॥ ৩.১.২০১১॥ পুরীর সমুদ্র সৈকত