মোহনায় কেন খুঁজি স্তব্ধতার ভাষা
কবেকার নদী ও আকাশ
এখানে দিগন্তে লীন, শান্ত জলরাশি যেন
হঠাৎ চঞ্চল হয়ে নিয়ে এল
ভ্রম, আলুথালু শোক, নির্বাণের উদাসীন লয়
যতদূর দেখি শুধু জল
ভাষ্যহীন প্রতিশব্দহীন ছড়িয়ে পড়েছে ওই
নির্জন পাখির উড়াল-কথায়
আসলে কথাও নয়, মর্মরিত শুধু নীরবতা
এই মোহনায় যেখানে মিশেছে
আকাশ দিগন্তের নীল ও ধূসর জলভ্রমে
ওইখানে রয়েছে সেই নদীটিও
স্রোতের আবর্তে তার উচ্ছলতা, নিঃসঙ্গতা
কান পেতে শুনি, শুনে যাই

সন্ধ্যা॥ ৬-৫০॥ ৪.১.২০১১॥ চিল্কা থেকে ফিরে॥ বিএনআর চাণক্য হোটেল, পুরী