সরে গেছে একফালি রোদ, এখন শুধুই
নিভে-যাওয়া আঁচ নিয়ে
গুজবের পরম্পরা রয়ে গেছে
যতটুকু দৃষ্টি যেতে পারে ততটুকু বালিয়াড়ি
আর মাঝে-মাঝে পদচ্ছাপ
আসলে হালকা চিহ্নের কথা লিখে যেতে চাই
হয়তো-বা কেউ এসেছিল
রেখে গেছে কিছু মিহি আলো হেলাভরে
এইসব দৃশ্যের কোলাজ
কত যে সন্তাপ জানিয়েছে, ছিঁড়ে-খুঁড়ে
সমস্ত নৈঃশব্দ্য আর
আগুনের প্রত্নকথা থেকে নিংড়ে নিয়ে
আঁচ, রোদ, মৃদু প্রতিভাস...

দুপুর॥ ১২-৫০॥ ৫.১.২০১১॥ বিএনআর চাণক্য হোটেল, পুরী