জলের গভীরে যত নেমে যাই
মুছে যায় সব স্মৃতি
সেইসঙ্গে দুস্তর শূন্যের ঢেউ
তোমাকে ভাসিয়ে নেয়

কে ভেসেছে এমন অগাধ জলে
তুমি নাকি আমি কিংবা
অন্য কেউ নাহলে কীভাবে এক লহমায়
সব এত ধূসর হয়েছে

উপকূল জুড়ে ওঠে কোলাহল
এতে নেই জলের বন্দনা
যারা নির্বিকার উঠে আসে তীরে
ফিরেও দেখে না কেউ

নেমে গেল কারা জলের গভীরে

রাত॥ ৮-৫০॥ তদেব