আরেকটি সকাল এল, সদ্য ফোটা ফুঁইয়ের মতো
অবিরল শাদা, পেছনে রেখে এলাম
ঘনঘোর রাত অঙ্কুশ-তাড়িত, স্মৃতি আর অনুতাপে ভরা
সকালের গায়ে লেগে আছে ছেঁড়া পাঁপড়ির দাগ
এই বৈধ ও অবৈধ ছবি জুড়ে জাগরণ দেখি
দেখি ডুবে যাওয়া নিজের ভেতরে
রাত থেকে সকাল অবধি যত কিছু ঘটে যাচ্ছে
সমস্ত নিজের ভাষ্য প্রতীকের ছলে
এই সাদা রোদ থেকে শুষে নিই আপন পার্বন-কথা

সকাল॥ ১০-৩৫॥ ৫.১.২০১১॥ পুরী থেকে কলকাতার পথে, কটক