কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/২৫
(পৃ. ২৭)
দৃশ্যের বদল হচ্ছে মুহুর্মুহু
এর চেয়ে সারসত্য নেই, চোখের উপর
নেমে আসছে গাঢ় আস্তরণ
ঘুমে ও ক্লান্তিতে, পাহারা সরাও লিপিকর
ঢুকে যাব দৃশ্যের গভীরে
ঘাস হয়ে, ঘাসের শিশির আর নদীর আকাশ হয়ে
একাকার হবে বাহির, ভিতর
নতুন এই দৃশ্যের দিকে তাকিয়ো না
বরং মিশুক পথ পথান্তরে
বিকেল॥ ২-২৫॥ ভদ্রক থেকে নিমুলিয়া॥ তদেব