কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/২৬
(পৃ. ২৭)
গ্রামবালিকার চোখে রোদ্দুরের অন্তিম ঝিলিক
শুষে নিচ্ছে গোপন অশ্রুর রেখা
এই বার্তা ছড়িয়েছে
জনপদ জুড়ে তবু এতে নেই কোনো ব্যর্থতার ছবি
ধানকুমারীর স্তনে মধু জমেছিল
এই জেনে খুঁজি খোড়ো মাঠে ফেলে আসা সুর
লাবণ্যের আর সুন্দরের শেষ
বিহ্বলতা এখনও যা ফিরে আসে যন্ত্রণায়
ইশারা-প্রবণ চোখে...
বিকেল॥ ৪-৪৫॥ জলেশ্বর॥ তদেব