কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৩০
(পৃ. ২৯)
যে-কথা হয়নি বলা কোনোদিন, সেইসব
মিশে আছে
ছায়া আর নীরবতা জুড়ে হয়তো-বা প্রকাশের
ভার নিয়ে
সমস্ত যন্ত্রণা রেখে যাচ্ছে পোড়া দাগগুলি
এত ক্ষত
জাগিয়ে রেখেছ রাত্রিদিন, এই সত্য থাক
অপ্রকাশ
সেই ভাল, প্রতিটি দিগন্তে খুঁজি নতুন আকাশ
রাত॥ ৮-২০॥ ২৪.১.২০১১॥ তদেব