কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৩১
(পৃ. ৩০)
রোদ সরে যাচ্ছে, ক্রমশ এসেছে গোধূলি
এইসব শব্দ থেকে ঝরে যাচ্ছে চিহ্ন
যতদূর চোখ যেতে পারে শুধু ক্লান্তি শুধু অবসাদ
যার আদপেই কোনো ভাষা নেই
নিছক অভ্যাসে অভিধান খুঁড়ে খুঁড়ে তুলে আনি
লক্ষ্যহীন নিথর সংকেতগুলি
কথা যত শেষ হয়ে আসে, চুপি চুপি বলি নিজেকেই
মেনে নাও রাতের ইশারা
রাত॥ ৮-০০॥ ৩০.১.২০১১॥ তদেব