হিমাঙ্কের নীচে নেমে যাচ্ছে আর্ত স্বপ্নকথা
এইমাত্র মুছে গেছে শেষ কুয়াশাও
রাত নামছে দ্রুত
নেমেছে, নামুক
শেষ? সত্যিই কি শেষ? কতখানি শেষ!
কাঙালের চোখে
প্রহর ঘনিয়ে এল ক্লান্ত অবসান যেন
চূড়ান্ত যাত্রার ছবি জুড়ে
শুধু অনাত্মীয় শূন্য প্রতিধ্বনিহীন
গিলে খাচ্ছে স্মৃতিসুধা
সুধা না গরল ছড়িয়ে পড়েছে স্নায়ুতে স্নায়ুতে
লিখি ভাষ্যহীন নির্বাণের স্তব
লিখি অন্তিম শ্মশান-ছবি

দুপুর॥ ১১-০০॥ ৪.২.২০১১॥ শিলচর থেকে কলকাতা॥ আইসি ৭৭১০ বিমান