কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৩৩
(পৃ. ৩১)
মুঠো ভর্তি সোনা ছিল, খুলে দেখছি ধুলো
কবে থেকে এত এত ধুলো জমেছিল
জমতে জমতে
পাথর হয়েছে আজ, চেয়ে দেখি
সর্বাঙ্গে মেখেছি ধুলো
যে-পথ আমার ছিল, সে-পথ আমার নয়
পিছলে সরে যাচ্ছে সব
পেছনে যা পড়ে রইল সেইসব নুড়ি ও পাথর
ছায়া গিলে খাচ্ছে রোজ
মুঠো ভর্তি সোনা ছিল, খুলে দেখছি ধুলো
সকাল॥ ১০-২০॥ ৬.২.২০১১॥ রঞ্জুর বাড়ি, কলকাতা