কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৩৪
(পৃ. ৩১)
আমার ঘরে ফেরার পথ কোথায় হারিয়ে গেছে
কেউ জানো? পথে-পথে
ধুলোর রটনা শুনি অথবা শুনি না শুধু ঝরে যাচ্ছে
মেধা, আয়ুষ্কাল নিথর নৈঃশব্দ্যে
কত পথ হেঁটেছি স্বপ্নের ভেতরে একা একা কার খোঁজে
নিজেই জানি না হয়তো-বা এ নিয়ম
চিরন্তন কেউ বোঝে কেউ বা বোঝে না প্রহর গড়ায়
অবিরল, দিন যায় রাত নেমে আসে
ঘর থেকে বাইরে গিয়েছি যতবার ফেরারি হয়েছে
ফিরে আসার পথ ও দ্রাঘিমা
মাত্রা-হারা পাকদণ্ডি জুড়ে জেগে আছে নিজস্ব গোধূলি
সকালের আলো, একে চেনো?
সকাল॥ ১০-১৫॥ ১৬.২.২০১১॥ বিশ্ববিদ্যালয় আবাসন