কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৩৮
(পৃ. ৩৩)
ও নদী ও আলো
এবার নতুন ভাষা দাও
ও নদী ও পাখি
শেখাও শেখাও উড়ালের বারমাস্যা
ও নদী ও মেঘ
নিয়ে এসো পুরোনো আকাশকথা
ও নদী ও রাত্রি
জাগাও জাগাও সেই মেধাবী বিষাদ
আঁজলা ভরা জলের মতো
দাও ভাষা, ভাষার ঈশ্বরী
রাত॥ ৭-৪৫॥ ৪.৪.২০১১॥ বিশ্ববিদ্যালয় আবাসন