কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৩৯
(পৃ. ৩৪)
গভীর আশ্লেষে পাই, পাই শান্ত উদাসীনতায়
প্রথম বর্ষণে ভেজা মাটি থেকে উঠে আসা
সোঁদা গন্ধে পাই, পাই তীব্র গ্রীষ্মে পিপাসায়
প্রচ্ছন্নের স্বর আর স্পর্শের মাদকে পাই
তবু তৃষ্ণা মেটে নাই বছরে-বছরে, প্রতিটি প্রহরে
ওঠে মাদলের বোল রক্তের প্রবাহে
বাজো প্রপাতের মতো বাজো মেঘের নৈঋতে
ফুটে ওঠো চোখের মণিতে আর ফুলের পরাগে
স্বরে পাই স্বরান্তরে পাই, পাই লয়হীনতায়
পাই শান্ত উদাসীনতায়, পাই গভীর আশ্লেষে
রাত॥ ৭-৫৫॥ ৫.৪.২০১১॥ তদেব