কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৪০
(পৃ. ৩৪)
হঠাৎ সমস্ত ছবি ম্লান হয়ে এল
সন্ধ্যা নেমে আসছে একটু দ্রুত, যতখানি
স্তব্ধ হওয়ার তার চেয়ে কিছু বেশি
অবসাদ ঢেকে দিচ্ছে সব আয়োজন, কথকতা
চোখের ঝরোখা থেকে ঝরে যাচ্ছে আলো
এই দৃশ্য থেকে সংকেত খোঁজো না কেউ
যদি পারো
নীরবতা থেকে শুষে নাও আসন্ন রাত্রির থেরগাথা
সন্ধ্যা॥ ৬-১০॥ ১৭.৪.২০১১॥ তদেব