ফিরে এল বানানো উৎসব অক্ষরের
অথচ এখন অ নেই, শুধু অজগর আছে
না আছে দোয়াত, না কালি, সমস্ত ভার্চুয়াল
মোবাইলের রিংটোনে ঞ ছাড়াই নাচছে সব্বাই
বাসি, মেকি কাগজের ফুল জমে উঠছে থরে থরে
এই আমাদের শহিদ-দিবস মহল্লায় মহল্লায়

দ্যাখো, দ্যাখো
কৃষ্ণচূড়া এবারও ফুটেছে, তার পাপড়িতে-পাপড়িতে
লেগে আছে বুলেটের দাগ
কেউ কি দেখেছে সেইসব গাঢ় লাল ছাপে
কতটুকু স্বপ্ন ফুটেছিল?

অক্ষরের এই স্বপ্ন হারিয়ে গিয়েছে কেন
জানো, বর্ণমালা!

রাত॥ ৯-০০॥ ১৯.৫.২০১১॥ বিশ্ববিদ্যালয় আবাসন