কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৪৫
(পৃ. ৩৮)
সমস্ত সাজানো দৃশ্য আর কথার উৎসব
শেষ হয়ে গেলে
মঞ্চ জুড়ে পড়ে থাকে নিরেট শূন্যতা, কিংবা
শূন্যের ভঙ্গিমা শুধু
দেখতে-দেখতে ফুরিয়ে গিয়েছে সব সুর
নিবিড় অভ্যাসে যারা
মর্মরিত হয়েছিল নন্দনের প্রত্নমায়া নিয়ে
কেন শুরু হয়
যদি এত বেশি অমোঘ আলোর নিভে যাওয়া
রাত॥ ৯-৪০॥ ২৩.৫.২০১১॥ দিল্লি, এআইইউ