কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৪৬
(পৃ. ৩৮)
যতই গভীরে যাই বেড়ে যায়
দহনবেলার পরিসর
আলো খুঁড়ে-খুঁড়ে অন্ধকার আনি
জীবন নির্মাণ ছলে
মৃত্যুর পরিধি শিখি আত্মঘাতী
মেধাবী কৌতুকে, এভাবেই
যায় দিন রাত আসে নিয়ম মাফিক
যতই গভীরে যাই বেড়ে যায়
দহনবেলার পরিসর
রাত॥ ১০-১০॥ তদেব