কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৪৭
(পৃ. ৩৯)
যত দূরে যাই তত কাছে আসো তুমি
পথ ও পাথেয় জুড়ে কীভাবে যে
ছড়িয়ে দিয়েছ চূর্ণ মনীষার আলো ও প্রচ্ছায়া
কখনও কৌতুক আর কখনও বিষাদ
ঢেকে দেয় এতসব গূঢ় যাতায়াত প্রতিদিন
নদী থেকে আকাশ অবধি কেন রেখে গেছ
অবাধ অগাধ ভেনিসের গাঢ় জলপথ
সে-কথা তুমিই জানো শুধু
রাত॥ ১০-২৫॥ তদেব