এখন রাক্ষসবেলা। সব মিথ্যা
সত্য গিলে খাবে
এখন পিশাচঋতু। যত অন্ধজন
পথে-পথে নাচবে তাথৈ
এখন দানবপ্রহর। নুলো ও খোঁড়ারা
ধাপে-ধাপে শিখরে চড়বেই
এখন ডাইনি-পূর্ণিমা। কবি-পুরোহিত
ভাষ্য লিখবে পরিবর্তনের
এখন মিছিল পিশাচের গান-গানে ভরেছে নিখিল
এখন দোহার রাক্ষসেরা ওস্তাদের মারে
এখন আপথে পথ হবে
এখন আঘাটে ঘাট হবে
এখন আমানুষ মানুষ হবে
এখন পুত্রবতী হবে বন্ধ্যারা
এখন ডাইনি-পূর্ণিমা। ভাড়াটে নকিব
নান্দী গাইছে দানবের
সব মিথ্যা সত্য গিলে খাবে। এখন রাক্ষসবেলা
সব পথরেখা মুছে যাবে তাথৈ তাথৈ নাচে
ঘাসে ঘাসে লেখো, লিখে যাও
নতুন গরল-কথা

রাত॥ ১০-৫০॥ তদেব