কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৪৯
(পৃ. ৪০)
সমস্ত পুরোনো শব্দ ছুটে যাচ্ছে তোমার ছায়ার কাছে
তবুও তোমাকে ছোঁয়া এখনও কঠিন, ভালবাসা
রোদ সরে যাচ্ছে, দীর্ঘতর হচ্ছে বিকেলের মায়া
নীরবতা হয়ে উঠছে তোমার যথার্থ প্রতিশব্দ
অভিধান থেকে অক্ষরেরা ছিটকে পড়ছে অভিকর্ষহীন
সব ধ্বনি প্রতিধ্বনি সব ছুটে যাচ্ছে তোমার আশ্রয়ে
ভালবাসা, দীর্ঘ রাত্রি পার করে দাও
সকাল॥ ৬-৫০॥ ২৪.৫.২০১১॥ তদেব