কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৫০
(পৃ. ৪০)
আজও কত তারা আকাশে আকাশে
মাঝখানে অজস্র প্রতীক্ষা
এত স্তব্ধতা, এসব কার
সর্বস্ব ডুবেছে মুহূর্তের নিঃশ্বাসে নিঃশ্বাসে
মঞ্চ জোড়া অন্ধকার ডুবিয়ে দিয়েছে আর্তি
কুশীলবদের সমস্ত প্রস্তুতি
এইসব ছেঁড়াখোড়া দৃশ্যপট থেকে নিঃসঙ্গের
কোন্ চিহ্ন ফুটে উঠছে চোখের মণিতে
তুমি বলো, ফুলে-ফুলে পাপড়িতে-পাপড়িতে
জমে-থাকা জ্যোৎস্নার শিশির
বলো, এই শেষবার
দুপুর॥ ১২-৫০॥ ২৯.৫.২০১১॥ তদেব