কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৫১
(পৃ. ৪১)
চোখ খুলবে না, খবরদার
খুললেই চাবুক
বন্ধ করে রাখো সমস্ত দুয়ার
ভূমিকম্প হোক
হাওয়ায় হাওয়ায় আগুনের হলকা
ঝলসে দিচ্ছে
সমস্ত ইন্দ্রিয়, তবু স্থির থাকো
অস্ত তো যায়নি
সূর্য, হাতের মুঠোয় রয়ে গেছে
কিছু খড়কুটো
চোখ খুলবে না, এখনও উঠোনে
হরিধ্বনি করে যাচ্ছে
শববাহকেরা, ক্লান্তিহীন নিরুত্তাপ
ঝলসে যাচ্ছে, যাক
সমস্ত ইন্দ্রিয়
বিকেল॥ ২-২০॥ ২৯.৫.২০১১॥ তদেব