কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৫২
(পৃ. ৪১)
রাতের নিঃশ্বাস যারা শুনতে পায়
সেইসব তারা
চোখের পাতায় নেমে এল গাঢ়তম
অশ্রুবিন্দু হয়ে
এতে কোনো রূপকথা আছে কি না
প্রিয় শৈশবের
ভুলে-থাকা স্মৃতি আর নীরবতা নিংড়ে নিয়ে
বলো হে আকাশ
রাতের গভীরে বয়ে যাও নদী
মৃদু ঢেউয়ে-ঢেউয়ে
দূর থেকে আরো দূরে নিয়ে যাও
একাকী নৌকোকে
কত যে রহস্য তবু
থেকে যায় ওই অশ্রুতে, রাতের নিঃশ্বাসে...
বিকেল॥ ৩-৩০॥ তদেব