কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৫৩
(পৃ. ৪২)
ধুলোর পরে ধুলোর পরে ধুলো
জমে-জমে পাথর হয়েছে
আড়ালে গিয়েছে সব মুখর প্রচ্ছদ
এই দিনলিপি জুড়ে শুধু ছাই
শব্দের পৃথিবী থেকে উঠে আসছে
রূঢ় কোলাহল
সব সুর সব লয় হারিয়ে গিয়েছে
মাখি ছাই, লিখি ছাই
শূন্যের পরে শূন্যের পরে শূন্য
এই দিন, এই রাত্রি
সকাল॥ ৯-১০॥ ৩০.৫.২০১১॥ বিশ্ববিদ্যালয় আবাসন