সমস্ত বিস্মৃতি জমে থাকে রাতের গভীরে
ভোর হলে সেইসব
বিন্দু বিন্দু ফুটে ওঠে ঘাসের শিশিরে
মাটি ও মেঘের উপমা দিয়ে
যদি লিখি পর্যটন-কথা, তার অক্ষরে অক্ষরে
খুঁজে নিয়ো গোপন বিস্মৃতি

বিকেল॥ ৩-৩৫॥ ১২.১২.২০১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন