কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৫
(পৃ. ১৫)
যত লিখি আমাকে জাগাও তত তুমি
খাঁচার ভিতর অচিন পাখির কথা বলো
সব কিছু ছাপিয়ে উঠেছে পুনরুত্থান হয়তো
একেই শুশ্রূষা বলা যাবে কিংবা স্বীকারোক্তি
জীবনের সঙ্গে জুয়োখেলা প্রতিদিন
ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়া
তবু লিখি আমাকে জাগাও
সকাল ৯-০০॥ ৫.১২.২০১০॥ তদেব