কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৪
(পৃ. ১৪)
শোনো মেঘদূত, আষাঢ়ের প্রথম দিবস আমি
আমিই তো যক্ষ
প্রিয়াবিরহে বিধুর, আমার কবজিতে সুবর্ণকঙ্কণ
ঢিলে হয়ে গেছে
জল দিয়ে যাও সখা আমর্ম-তৃষিতে, দাও ভালবাসা
মন্দাক্রান্তা লয়ে
সকাল ৬-১৫॥ ১.১২.২০১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন