শব্দ দিয়ে ঢেকে দাও তুমুল নৈঃশব্দ্য
মুছে নাও সমস্ত সন্তাপ
দৃষ্টিতে শ্রাবণ এনো যেন পোড়া মাটি
স্বপ্ন দেখে বীজ আর অঙ্কুরের
শোনো, জন্মান্ধ বাউলের ভাটিয়ালি সুর

সকাল ৯-২০॥ ৩১.৮.২০১০॥ তদেব