যাও নদী যতদূর যেতে পারো
আকাশ তোমাকে তবু খুঁজে নেবে
ভাষাহীন ছায়া যত মিশে যাচ্ছে জলে
আমর্ম পিপাসা নিয়ে তত বেশি নেমেছে আকাশ
নদী কেন এত দহন জাগাও প্রতিদিন
পুড়ে যায় বারবার আকাশের মেধা ও হৃদয়
যাও নদী যাও যতদূর যেতে পারো
আকাশ তোমাকে খোঁজে চোখের গভীরে

রাত ৯-০০, বিশ্ববিদ্যালয় আবাসন, ৫.৬.১১