করমর্দনের জন্যে হাত বাড়িয়ে দিচ্ছে আকাশ
পেছনে নেপথ্য-সঙ্গীত হয়ে বেজে উঠছে
নায়গ্রা প্রপাত আর কোটি কোটি জলকণা দিয়ে ধুয়ে দিচ্ছে
অলীক বাস্তব: এই দৃশ্যপট থেকে ফিরে আসি
যেদিকে দুচোখ যায়, দেখি শান্তি কল্যাণ হয়েই আছে
মুখর হয়েছে নীরবতা মাটি থেকে আকাশ অবধি
কান্তিময় রোদ ঠিকরে পড়ছে তুমুল ভাস্কর্য জুড়ে
শান্ত হাওয়ায়-হাওয়ায় সিম্ফোনি বাজে অবিরল

দেখতে-দেখতে ভারি হয়ে আসছে কনীনিকা
তন্দ্রায়, আবেশে হঠাৎ তখন আছড়ে পড়ল জাজ
উন্মাদের মতো লক্ষ ডেসিমেলে ...

শাতো লোরিয়ে হোটেল, অটোয়া, ১৯.৬.১১
কানাডা- সময় বিকেল ৫-০৫ (ভারতীয় সময় ভোর ২-৩৫)