আদিম অরণ্য ছিল কোনোদিন, ছিল
স্বপ্নের একান্ত পথ
কোমল সবুজ ঘাস আর পাথরের চূর্ণ মায়া
নিংড়ে নিয়ে গড়ে উঠেছিল
ছায়ামানুষের গাঢ় চলাচল ভাঁটায়-উজানে
এই কথকতা শুনে শুনে
উদাসীন পর্যটক বেছে নেয় ক্যামেরার প্রিয় ল্যাণ্ডস্কেপ
যাদুঘরে থরে থরে থাকুক সাজানো
প্রত্নকথা, নির্বাসিতদের ট্যুরিস্ট-শোভন জীবাশ্ম ভাঁড়ার

তদেব, বিকেল ৩-১৫ (অটোয়া, ভারতীয় সময় সকাল ৫-৪৫)