৪১

আজীবন বয়ে যাচ্ছি নিজেই নিজের ক্রুশ
সঙ্গে যাচ্ছে ছায়া, আর কেউ নয়
লক্ষ ক্ষত থেকে ছুঁয়ে পড়ছে স্বপ্ন-স্মৃতি-মেধা ও সময়
দিগন্তের অন্য পারে রয়ে গেছে যারা
ধুলো থেকে তারা মুছে নিচ্ছে পদচিহ্ন, শেষ রক্তরেখা
এবার ক্রমশ রাত নামবে, ছায়াও থাকবে না।
শান্তভাবে লিখে যাই আজীবন বয়ে যাচ্ছি ক্রুশ

রাত ৮-৩০, তদেব