৪২

যদি কথা বলো আরো, কথারা পাথর হয়ে যাবে
তুমি বলেছিলে, কেন বলেছিলে?
সব দিক জুড়ে আজ যত পাথরের স্তূপ
তাদের ভেতরে কখনো কি
কথা ছিল আগুনের? ছিল তাপ? ছিল কোনো
জেগে ওঠা একান্ত ভোরের!
যদি না-ই থাকে তবে কেন শাপ দিয়েছিলে
কথারা পাথর হোক তবু
জেগে থাকি ভালবাসা তোমার আগুন ছুঁয়ে

সকাল ৬-২০, তদেব, ৬.৯.১১