৫৪

ফরফর করে উড়ে যাচ্ছে দিনগুলি যেন
বইয়ের খোলা পাতা তাতে হাজার-হাজার
অক্ষর মেতে উঠেছে চড়ুইভাতিতে আর
রাতগুলি ঘুমের ভেতরে দিয়ে যাচ্ছে পরোয়ানা
এইসব তৈরি হওয়া ইস্তাহার ঘুরছে
হাত থেকে হাতে আর সৌখিন কলমে কেউ কেউ
লিখে যাচ্ছে প্রতিশ্রুতিভরা দস্তাবেজ
এখনও কি সময় রয়েছে আমাদের যাতে
বলে যেতে পারি আহ্ পৃথিবী ভালবাসি তোমাকে
জুড়ে দিতে পারি ভাঙা আয়না হেলে-পড়া কার্নিশ
এখনও ফিরিয়ে আনতে পারি প্রসাধন, মঞ্চসজ্জা
নিছক বেঁচে থাকার জন্যে এত আয়োজন
টুপি আর জোব্বার বাহার ভালো লাগে না
ভালো লাগে না
ভালো লাগে না

সকাল ১০-১৫, তদেব