৫৫

কোথায় চলেছি আমি নিজেই জানি না
কাঁটাতার ঘেরা পথের পাশেই
ফেলে যাচ্ছি ছায়া, কম্পাস এবং স্বপ্নাহত
ট্র্যাভেল-গাইড। কেউ কি আমাকে
গোপন ইঙ্গিতে ডেকে নিচ্ছে নতুন প্রবাসে
ঐখানে যদি ডানা পুড়ে যায়, যদি
পাখিদের পিঠে নেমে আসে নক্ষত্রমণ্ডলী
আর বৃষ্টিহীন মেঘ, দিয়ে যাও
সমাধি-ফলক যেন ভাষ্য লিখে যেতে পারি

রাত ৯-০৫, তদেব