১০

যখন কেউ কোথাও নেই, তুমি থাকো
সকালবেলার আলো
তোমার ছোঁয়ায় সমিধ হলো জীবন আর
ডানা মেলে দিল সব
না-বলা কথা, না-লেখা শ্লোক, জেগে উঠল
আগুনের স্বর স্বরান্তর
মাটি ও আকাশ জুড়ে, অসুখের সব ছায়া
সরিয়ে সরিয়ে
তুমি থাকো সকালবেলার আলো
যখন কেউ কোথাও নেই...

তদেব, ১৮.১০.১১॥ রাত আটটা