এত ক্ষত এত দাহ এত মৃত্যু
এতসব ধ্বংস চিহ্নহীন অভিজ্ঞানহীন
এদের কি শেষ নেই কোনো!
পথ জুড়ে এত ছাই ও অঙ্গার
স্মৃতিশূন্য নষ্টকাল থেকে কী জাগাতে চায়!
কে কাকে জিজ্ঞাসা করে, কেন করে?
অন্তহীন পরাজয় ছাড়া অন্য কোনো
মুদ্রা ছিল কি কখনো! দৃষ্টি নেই, শ্রুতি নেই
অসুখের গাঢ় ইশারায় রাত কেটে যায়
তারপর আরো ক্ষত, আরো দাহ, আরো মৃত্যু
আরো ধ্বংস, আরো নষ্ট স্মৃতি, ছাই ও অঙ্গার

তদেব॥ ১৬.১০.১১॥ সকাল ৭-১৫