কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/৮
(পৃ. ১১৯)
৮
কোথাও যাওয়ার কথা ছিল এই ভেবে-ভেবে
ক্লান্ত হলো দিন
এতে বার্তা নেই কোনো, শুধু অবসাদ আছে
যতবার লিখি
পুরোনো অভ্যাসে, দেখি ক্ষয়াটে হরফ থেকে
নিভে গেছে আলো
প্রসাধন খসে খসে বেরিয়ে পড়েছে যত
ঘুনে-ধরা হাড়
এবার তাহলে শোনো অন্ধদের মরীচিকা-কথা
রাত ৯-৩০॥ সংস্কৃত বিদ্যাপীঠ বিশ্রান্তি-নিলয়, দিল্লি॥ ১৫.১০.১১