কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/৭
(পৃ. ১১৮)
৭
ডাকনাম কোথায় যেন হারিয়ে গেল
বহুদিন হলো ডাক-পিয়নের মতো ডাকনামও ফেরার হয়েছে
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়
এই কথা কেউ জিগ্যেস করে না, জানি না কোথায়
হারিয়ে ফেলেছি নদীর নাব্যতা, স্টিমারের গম্ভীর ভো
সময়ের ধারাবিবরণী শুনিয়ে যায় যেসব বন্ধু
তাদের সঙ্গে তাল মিলিয়ে কোনো জুতসই সংলাপ তৈরি করতে পারি না যে
এই দুঃখে মন ভার হয়ে যায়
ডাকনাম, ও আমার ডাকনাম, ফিরে এসো
মুকুলমাসির শাদা ধবধবে অ্যাপ্রন, আর তাঁর
সমস্ত গল্প কীভাবে হারিয়ে গেছে জানি না
নেই ছেলেবেলাকার শিউলি-ভোর, নেই মা-মা গন্ধ
সূর্যাস্তের কাছে যেতে-যেতে ধুলো জমছে
এলোমেলো হচ্ছে পথ ও শূন্যতা
ডাকনামে কেউ যদি ডাকো, দেব
মন-পবনের নৌকো, উজান গাঙের সুবচনী মাঝি
রাত ৯-১০, ২৯.৯.১১, বিশ্ববিদ্যালয় আবাসন