১২

আমিও মেঘের কাছে চেয়েছি আর্দ্রতা
বহু বহু দিন পরে পাওয়া গেছে উদাসীন জল
তৃষ্ণা ঢেকে দিয়ে ঝলকে ঝলকে এভাবে যে
উঠে আসছে আগুনের আঁচ, এর কোনো
ভাষ্য নেই, টীকা ও টিপ্পনি নেই, শুধু আছে
একা মন্থর মানুষের জেগে থাকা আর সারা রাত
জেগে-জেগে স্বচ্ছতার মানে খুঁজে নেওয়া
হা ঈশ্বর, এইসব ক্রিয়াপদ কেন, বিশেষণ থেকে
কেন ছেঁকে নেওয়া ভুল আশা, ব্যর্থ অনুষঙ্গগুলি

আমার সমস্ত কথা তবু অবেলায় বৃষ্টি হয়ে নামুক, নামুক
মুছে গিয়ে বিধুর পিপাসা জাগুক, জাগুক গান মাটির সুঘ্রাণে

২৩.১০.১১॥ রাত ১১টা॥ তদেব