১৩

প্রতিটি পথের বাঁকে এত ক্ষয় ও বিকার
এত হাহাকার উঠে আসে
তবু পায়ে-পায়ে চলি সহজ আলোর দিকে
যতই শূন্যতা থাক রোজ
গভীর আশ্বাস নিয়ে পাহারায় আছে জানি
ঈশ্বরীর মায়াভরা চোখ
বলো, তা কি চোখ না নয়ন? বিন্দু বিন্দু জল
ধুয়ে দিচ্ছে পথের সন্ত্রাস

২৪.১০.১১॥ সকাল সাতটা॥ বাগবাড়ি, সিলেট॥ শুভেন্দুর বাড়ি