কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/১৭
(পৃ. ১২৩)
১৭
শেষের ভেতরে আছে শুরু
শুরুর ভেতরে আছে শূন্য
শূন্যের ভেতরে আছে বিষ
বিষের ভেতরে আছে শোক
এভাবে এগিয়ে এবং পিছিয়ে
মুছে নিতে চাই সমস্ত আড়াল
তবু নিমেষেই সব ঢেকে দেয় প্রসাধন
নিজেই নিজের মুখ চিনি না যে
এই তো যাপন-কথা, এই সত্য
এ আমার আপন আঙরাখা
যা বিষ তা-ই শূন্য যা শুরু তা-ই শেষ
এই যে বাচন তা কি সত্য তা কি মিথ্যা
অথবা কুহক?
রাত ৯-৫০॥ তদেব