১৮

ভালবাসার শস্যকণা শুধু এই একমুঠো সম্বল
তাই নিয়ে রোজ জীবনযাপন শীত ও গ্রীষ্ম
শস্য যখন চোখের জ্যোৎস্না শস্য যখন মাধুকরী
দহনবেলায় বর্ষা নামে শরীর জুড়োয় সজল ছায়া
শুধুই শরীর? কিংবা সত্তা! সকল নিয়ে বসে থাকা
সর্বনাশের আশায় নাকি সব-পেয়েছির আমন্ত্রণে
যেমন ভাবো তেমনই হবো শস্যঋতু শেখায় সব-ই
বারো মাসে ভালবাসা তেরো পার্বন নিয়ে এসো

সকাল ৯টা॥ ১৬.১১.১১॥ তদেব