১৯

বেঁচে থাকা জুড়ে এত বেশি গ্রহণের ছায়া
প্রতিদিন গাঢ় থেকে গাঢ়তর হয়
আগুনের সেঁক নিতে গিয়ে কখন যে পুড়ে যায়
চোখ, ছাইয়ের গাদায় শুকোয় অশ্রুও
সাড়া নেই কারও, শুধুই কঠিন মৌন বেঁধে
কোথাও পথের রেখা নেই কেবল গহ্বর
নিজেকেই মুছে নিই উদাসীন অন্তিম প্রহরে

রাত ৯-১০॥ তদেব