কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/২০
(পৃ. ১২৫)
২০
এদিকে নেমেছে সন্ধ্যা, ধুলো ও কুয়াশা মেখে
ফিরে যাচ্ছে যারা এসেছিল
লতাপাতা খড়কুটো ভাঙা ডাল কুড়োতে কুড়োতে
উনোনের আঁচে সেঁকে নেবে
রুখু হাত, অনেক পুরোনো খিদের আগুন জ্বলে উঠবে
আরো একবার আর পান্তা ভাতে
নুন-লঙ্কা ছিটিয়ে ছিটিয়ে ওরা গাইবে হরি-কথা
সেসময় সন্ধ্যা গাঢ় হোক, গৃহস্থের
ঘরে-ঘরে নিয়ন-আলোর মায়া পড়ুক ছড়িয়ে
ধুলোর বন্দনা লেখো, কবি
লেখো পরিপাটি কুয়াশা-পুরাণ
সন্ধ্যা ৫-৩০॥ ২০.১১.১১॥ এআই ৭০১, দিল্লির উড়ান