২১

কিছু বুঝি কিছুটা বুঝি না কাকে বলে অন্ধকার
অজস্র কথার মধ্যে হঠাৎ স্তব্ধতা
এর কোনো মানে আছে?
এত লাস্য এত হাসি এত চতুরতা এত ক্রূর গণিতের ফাঁদ
কে কাকে দেখায় প্রতিদিন।
অন্ধের সভায় বধির হয়েছে সভাপতি আর
সেই বিবরণ লেখে দ্যাখো
নুলো সাংবাদিক, ভাষ্য লেখে শুদ্ধতার, লেখে মূর্খতার স্তব
এভাবেই গেল, যাচ্ছে বহুদিন
অজস্র কথার মধ্যে যদি আজ হঠাৎ স্তব্ধতা নামে
এর কোনো মানে আছে?
কিছু বুঝি কিছুটা বুঝি না কাকে বলে আত্ম-সমর্পণ

সন্ধ্যা ৬-৪০॥ তদেব