কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/২২
(পৃ. ১২৬)
২২
মুছে নাও ইতিহাস, সরে এসো কবিতা-উৎসব থেকে
শোনো, কান পেতে শোনো বাজনা বাজছে মিছিলের
বিসর্জন-নাচে কেঁপে উঠছে খামারবাড়ির পথ
বেরিয়ে এসো সবাই, হিজড়ে-পল্লী থেকে যত আতুরেরা
সামিয়ানা টাঙানো হয়েছে, এবার মোচ্ছব হবে
ঘষে-ঘষে মোছো স্মৃতি, মুছে নাও যত পরম্পরা
সকাল ৬-৩০॥ ২১.১১.১১॥ এআইইউ, দিল্লি