কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/২৪
(পৃ. ১২৭)
২৪
এসো শীতবাবু এসো মোলায়েম রোদে
শুয়ে থাকি ঘাসের উপরে
জেগে-জেগে লেপকম্বলের স্বপ্ন দেখি
গতবার যাওয়া হয়েছিল
জঙ্গলমহলে নাকি পুরীর সৈকতে, অল্প কিছু
ছেলেমানুষির পরে ফিরে এসে
বকেয়া ঘুমের জন্যে হাহাকার আর তাপ
খুঁজে-খুঁজে হন্যে হয়ে যাওয়া
তারপর তুমি এলে শীতবাবু, ভাগ্যিস এসেছ
নইলে কাকে বলে ওম, কেউ কি
জানাত? এইসব ভেবে-ভেবে শুয়ে থাকি
মোলায়েম রোদে, ঘাস-বিছানায়
রাত ৮-৩০॥ তদেব