কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/২৫
(পৃ. ১২৭)
২৫
ঘুমিয়ে পড়ার আগে এই ক’টি পঙ্ক্তি পড়ে নিয়ো
এদের ভেতরে কিছু কথা আছে যা তত জরুরি নয়
না না গোপন অস্বস্তি নেই, কাঁটা ও গোলাপ নেই
পরাবিদ্যা নেই, দীনজনে দয়া করা নেই
এলোমেলো ঝরা পাতা কিছু, হতে পারে
নোনা জল মাখা কিংবা ধরা যাক
আত্ম-প্রতারণা, পড়ে নিয়ো সব
রাত ৮-৪৫॥ তদেব